আহ্বায়ক নিরব, সদস্যসচিব মভিন, মুখ্য সংগঠক আকাশ, মুখপাত্র হাবিবা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫১ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন- আপলোড টাইম : ০৯:০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫১ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক আসলাম অর্ক এবং সদস্যসচিব সাফ্ফাতুল ইসলামের স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক আসলাম অর্ক বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখা আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে। এই কমিটি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে।’
কমিটির সদস্যসচিব সাফ্ফাতুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে সমাজের বৈষম্য দূরীকরণে কাজ করে আসছে। এই কমিটি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় নিরলস পরিশ্রম করবে। আমরা আশাবাদী, নতুন কমিটির মাধ্যমে সংগঠনটি আরও কার্যকরভাবে সমাজে পরিবর্তন আনতে পারবে।’
সাফ্ফাতুল ইসলাম আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সমাজে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। নতুন এই কমিটির কার্যক্রমকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ে ইতোমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে। আমরা যোগ্যদেরকেই এই কমিটিতে রেখেছে।’
১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাকিবুল ইসলাম নিরব। সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আশিকুজ্জামান নিশাত, যুগ্ম আহ্বায়ক রিমন মন্ডল, আকিদুল ইসলাম, মারুফ শেখ, মোহন আলি, উম্মে মাইমুনা, তামিম হোসেন, সুমাইয়া ইসলাম, মুহা. ইউশা ও মো. সাইমুম হোসেন। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফাহিম উদ্দিন মভিন। যুগ্ম সদস্যসচিব ইব্রাহিম মাসুম, মো. ইমরান হোসেন, আশিক ইকবাল, মাজিরুল ইসলাম সৈকত, ফাতেমা তাসনিম, আল সাবিদ, উম্মে হাবিবা দিয়া, মো. সুমন সরদার, মো. সুজন মাহমুদ, মো. আবু মাসুদ, মো. ইমরান হোসেন।
মুখ্য সংগঠক মাহবুব ইসলাম আকাশ। সংগঠক হিসেবে মাহফুজ হোসনে, জান্নাতুল মাওয়া জোয়াদ্দার, সাকিব বিশ্বাস, শাওন জোয়াদ্দার, মেহেদী হাসান, আনিশা নওশীন, সাখাওয়াত হোসেন, শাহরিয়ার খান, মোছা. বর্ষা খাতুন, মোছা. ফারিয়া ইসলাম, হৃদয় হোসেন, আকিব হুসাইন। মুখপাত্র হিসেবে আনজুম হাবিবা। সহকারী মুখপাত্র হিসেবে মো. মুশফিকুর রহমান, ফয়সাল মাহমুদ রাফি, আরওয়া ইসলাম মিম, মো. রতন আলী, সামিউল ইসলাম, বাসরী সুলতানা বর্ষা, ফাতেমা সুলতানা ও মো. নাঈম ইসলাম দায়িত্ব পেয়েছেন। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সদ্য দায়িত্বপ্রাপ্ত সদস্যসচিব ফাহিম উদ্দিন মভিন জানিয়েছেন, ‘ইতঃপূর্বে তারা জেলা কমিটির সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত থেকেছেন। এখন থেকে তাদের কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন সামাজিক কার্যক্রম শুরু করবেন। এবং বৈষম্য দূরীকরণে তাদের প্রতিজ্ঞা দৃঢ়তর হবে।’