ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ‘খুলনা বিভাগীয় বেস্ট ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় খুলনা বিভাগীয় বেস্ট ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি উচ্চবিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। ন্যাশনাল ইয়ুথ ফোরামের আয়োজনে এবং ভলান্টারি সার্ভিসেস ওভারসিজের (ভিএসও) সার্বিক সহযোগিতায় বেস্ট ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড প্রাদান করা হয়। ২০২৪ সালের বিভাগীয় পর্যায়ে সেরা ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইলের যুব সংগঠক মির্জা গালিব সতেজ এবং জেলা পর্যায়ে চুয়াডাঙ্গার শাহাটিয়ার সিয়াম। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার ৫ জন করে মোট ৫০ জন সেরা ভলান্টিয়ার্সকে সম্মানিত করে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোসমিন আরা খাতুনের সভাপতিত্বে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ। সঠিক দিকনির্দেশনা পেলে তরুণরা দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজকের এ স্বীকৃতি তাদের দায়িত্বশীলতার প্রমাণ।’

তিনি বলেন, ‘খুলনা বিভাগের সেরা ভলান্টিয়ারদের সম্মানিত করার এ আয়োজন আরও প্রমাণ করে, আমাদের যুব সমাজ কতটা সম্ভাবনাময়। আমি আন্তরিক শুভেচ্ছা জানাই সেরা ভলান্টিয়ার হিসেবে স্বীকৃতি পাওয়া খুলনা বিভাগের ৫০ জন উদ্যমী যুবক-যুবতীসহ এই অনুষ্ঠানের আয়োজকদের। আপনারা শুধু নিজ নিজ জেলা নয়, পুরো দেশকে গর্বিত করেছেন।’

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অতুলনীয়। তথ্যপ্রযুক্তি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে তরুণদের উদ্যোগ দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে এ অগ্রযাত্রায় আমাদের প্রতিকূলতাও কম নয়। বেকারত্ব, মাদকাসক্তি, এবং সঠিক দিকনির্দেশনার অভাব-এসব চ্যালেঞ্জ যুবকদের সৃজনশীলতা এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। এসব প্রতিকূলতা দূর করতে হলে আমাদের যুবকদের আরও উদ্যোগী হতে হবে।’
প্রধান অতিথি আরোও বলেন, ‘আপনারা যারা এই সম্মান অর্জন করেছেন, তারা শুধু একটি পুরস্কার পেয়েছেন তা নয়; বরং একটি দায়বদ্ধতা নিয়েছেন। এই স্বীকৃতি আপনাদের আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা দেবে বলে আমি বিশ্বাস করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি মাধ্যমিক সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, বাংলাদেশ সেলুন পাঠাগারের উদ্যোক্তা জামাল হোসেন এবং ন্যাশনাল ইয়ুথ ফোরাম খুলনা বিভাগীয় সভাপতি আসাদুজ্জামান লিমন।

নড়াইল যুব ফোরামের সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম এবং ঝিনাইদহ যুব ফোরামের কোষাধ্যক্ষ সোহানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ভলান্টারি সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমান শফি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় অতিথি ও উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ‘খুলনা বিভাগীয় বেস্ট ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত

আপলোড টাইম : ০৯:০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় খুলনা বিভাগীয় বেস্ট ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি উচ্চবিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়। ন্যাশনাল ইয়ুথ ফোরামের আয়োজনে এবং ভলান্টারি সার্ভিসেস ওভারসিজের (ভিএসও) সার্বিক সহযোগিতায় বেস্ট ভলান্টিয়ার্স অ্যাওয়ার্ড প্রাদান করা হয়। ২০২৪ সালের বিভাগীয় পর্যায়ে সেরা ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইলের যুব সংগঠক মির্জা গালিব সতেজ এবং জেলা পর্যায়ে চুয়াডাঙ্গার শাহাটিয়ার সিয়াম। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার ৫ জন করে মোট ৫০ জন সেরা ভলান্টিয়ার্সকে সম্মানিত করে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোসমিন আরা খাতুনের সভাপতিত্বে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘যুব সমাজ আমাদের দেশের ভবিষ্যৎ। সঠিক দিকনির্দেশনা পেলে তরুণরা দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজকের এ স্বীকৃতি তাদের দায়িত্বশীলতার প্রমাণ।’

তিনি বলেন, ‘খুলনা বিভাগের সেরা ভলান্টিয়ারদের সম্মানিত করার এ আয়োজন আরও প্রমাণ করে, আমাদের যুব সমাজ কতটা সম্ভাবনাময়। আমি আন্তরিক শুভেচ্ছা জানাই সেরা ভলান্টিয়ার হিসেবে স্বীকৃতি পাওয়া খুলনা বিভাগের ৫০ জন উদ্যমী যুবক-যুবতীসহ এই অনুষ্ঠানের আয়োজকদের। আপনারা শুধু নিজ নিজ জেলা নয়, পুরো দেশকে গর্বিত করেছেন।’

জেলা প্রশাসক বলেন, ‘আমাদের দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অতুলনীয়। তথ্যপ্রযুক্তি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি সেক্টরে তরুণদের উদ্যোগ দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে এ অগ্রযাত্রায় আমাদের প্রতিকূলতাও কম নয়। বেকারত্ব, মাদকাসক্তি, এবং সঠিক দিকনির্দেশনার অভাব-এসব চ্যালেঞ্জ যুবকদের সৃজনশীলতা এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। এসব প্রতিকূলতা দূর করতে হলে আমাদের যুবকদের আরও উদ্যোগী হতে হবে।’
প্রধান অতিথি আরোও বলেন, ‘আপনারা যারা এই সম্মান অর্জন করেছেন, তারা শুধু একটি পুরস্কার পেয়েছেন তা নয়; বরং একটি দায়বদ্ধতা নিয়েছেন। এই স্বীকৃতি আপনাদের আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা দেবে বলে আমি বিশ্বাস করি।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি মাধ্যমিক সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, বাংলাদেশ সেলুন পাঠাগারের উদ্যোক্তা জামাল হোসেন এবং ন্যাশনাল ইয়ুথ ফোরাম খুলনা বিভাগীয় সভাপতি আসাদুজ্জামান লিমন।

নড়াইল যুব ফোরামের সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম এবং ঝিনাইদহ যুব ফোরামের কোষাধ্যক্ষ সোহানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ভলান্টারি সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমান শফি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দেশের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় অতিথি ও উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান জানান।