চুয়াডাঙ্গা ও মেহেরপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
- আপলোড টাইম : ০৮:৪৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
চুয়াডাঙ্গায় ‘জনতা ব্যাংক পিএলসির পরিচালক হাড়োকান্দির সন্তান ড. এম এ সবুরে উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গতকাল বেলা ২টা থেকে সদর উপজেলার সদর পদ্মবিলা, কুতুবপুর, মোমিনপুর, আলমডাঙ্গা উপজেলার খাসকররা এবং আইলহাঁস ইউনিয়নে শীতার্তদের মধ্যে এসব কম্বল পৌঁছে দেওয়া হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়নের বিএনপির সিনিয়র সভাপতি সালাউদ্দিন, আবু জুবায়ের গোল্ডেন মাস্টার, মোমিন মাস্টার, লিটন বিশ্বাস, লতিফ, মামুন বিশ্বাস, সুজন আহমেদ মেম্বার। বিতরণ কার্যক্রম পরিচালন করেন মিল্টন মালিথা।
এদিকে, গতকাল রাতে মেহেরপুর শহরের টিঅ্যন্ডটি এলাকায় জামায়াতে ইসলামী মেহেরপুর ৬ নম্বর ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল¿ বিতরণ করা হয়। জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান উপস্থিত থেকে শীতার্থদের হাতে কম্বল তুলে দেন। ৬ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি সৈয়দ নজরুল হাসান টুটুলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি থেকে বক্তব্য দেন সেক্রেটারি ইকবাল হুসাইন, পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার। এসময় সমাজসেবক সাইফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির জাহাঙ্গীর আলমসহ জামায়াতে ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।