‘রাইজিং চুয়াডাঙ্গা’ ছাত্র-জনতার মতবিনিময় সভা কাল
থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ
- আপলোড টাইম : ০৮:৪৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ৫৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের পৌর মুক্তমঞ্চ মাঠ প্রাঙ্গণে আগামীকাল সোমবার বেলা ২টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইজিং চুয়াডাঙ্গা’ ছাত্র-জনতার মতবিনিময় সভা। কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা আয়োজিত এই বিশেষ সভায় ফ্যাসিবাদ, গণতন্ত্র, আন্দোলন এবং সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। গতকাল শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্যসিচব সাফ্ফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সাফ্ফাতুল ইসলাম দৈনিক সময়ের সমীকরণকে জানান, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন।’
তিনি বলেন, ‘মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা এবং স্থানীয় ছাত্র ও সাধারণ জনগণ অংশগ্রহণ করবেন। আমরা মনে করছি এই মতবিনিময় সভায় চুয়াডাঙ্গার ছাত্র-জনতার আশা, আকাক্সক্ষা উন্মোচিত হবে এবং আগামীর সোনার দেশ বিনির্মাণের ছাত্র-জনতার দায়িত্ব ফুটে উঠবে।’
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সেল সম্পাদক মোল্লা মোহাম্মদ ফারুক এহছান বলেন, ‘অনুষ্ঠিব্য এই সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক চর্চা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। এই সভা তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও এর আগে কোটা সংস্কারসহ বিভিন্ন আন্দোলন ও সংস্কারমূলক কর্মসূচির মাধ্যমে ছাত্রসমাজ ও জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার উপস্থিতি এই সভার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। ইতোমধ্যে ‘রাইজিং চুয়াডাঙ্গা’ মতবিনিময় সভায় উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে জেলার সব শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে।