বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি
‘বাপসা’ চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন- আপলোড টাইম : ০৮:৪০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (বাপসা) চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের হলরুমে মতবিনিময় সভা শেষে প্রস্তাবনার ভিত্তিতে এই কমিটি গঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাপসা চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক জিয়াউর রহমান। পরে জেলার উপস্থিত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের প্রস্তাবনার ভিত্তিতে কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিয়াউর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আসাবুল হক মাছুদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জীবননগর উপজেলার কে ডি কে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নাঈম উদ্দীন। নতুন কমিটির মাধ্যমে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের অধিকার ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত সদস্যরা।