ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় রুকন শিক্ষা শিবিরে জেলা আমির রুহুল আমিন

৩৭ কর্মীকে রুকন প্রার্থী হিসেবে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:৪১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • / ১২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় সম্ভাব্য রুকন শিক্ষা শিবিরে জামায়াতের জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।’ গতকাল শনিবার সকালে বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে জেলা প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এ শিবির অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হওয়া এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির রুহুল আমিন আরও বলেন, ‘সর্বদা আখেরাতকে স্মরণ রাখা, কবিরা গুনাহ বর্জন করা, সংগঠনের গতি বাড়াতে উপযুক্ত লোক বাছাই করা এবং সময়মতো সালাত আদায় করা-এগুলো আমাদের প্রতিদিনের জীবনে অভ্যাসে পরিণত করতে হবে।’ পরে শিক্ষা শিবিরে ৩৭ জন কর্মীকে রুকন প্রার্থী হিসেবে ঘোষণা দেন জামায়াতের জেলা আমির।

শিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। এরপর রুকন হওয়ার গাইডলাইন বিষয়ে বক্তব্য রাখেন প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

সভাপতিত্ব করেন জামায়াতের জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিভাগের সদস্য আলতাফ হোসাইন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, চুয়াডাঙ্গা সদর আমীর বেলাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল এবং আলমডাঙ্গা উপজেলা আমীর সফিউল আলম বকুল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় রুকন শিক্ষা শিবিরে জেলা আমির রুহুল আমিন

৩৭ কর্মীকে রুকন প্রার্থী হিসেবে ঘোষণা

আপলোড টাইম : ০৮:৪১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় সম্ভাব্য রুকন শিক্ষা শিবিরে জামায়াতের জেলা আমির রুহুল আমিন বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।’ গতকাল শনিবার সকালে বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে জেলা প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এ শিবির অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হওয়া এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির রুহুল আমিন আরও বলেন, ‘সর্বদা আখেরাতকে স্মরণ রাখা, কবিরা গুনাহ বর্জন করা, সংগঠনের গতি বাড়াতে উপযুক্ত লোক বাছাই করা এবং সময়মতো সালাত আদায় করা-এগুলো আমাদের প্রতিদিনের জীবনে অভ্যাসে পরিণত করতে হবে।’ পরে শিক্ষা শিবিরে ৩৭ জন কর্মীকে রুকন প্রার্থী হিসেবে ঘোষণা দেন জামায়াতের জেলা আমির।

শিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। এরপর রুকন হওয়ার গাইডলাইন বিষয়ে বক্তব্য রাখেন প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক। বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

সভাপতিত্ব করেন জামায়াতের জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ বিভাগের সদস্য আলতাফ হোসাইন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, চুয়াডাঙ্গা সদর আমীর বেলাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল এবং আলমডাঙ্গা উপজেলা আমীর সফিউল আলম বকুল।