ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশনে রুহুল আমিন

দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গার বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমির অ্যাড. রুহুল আমিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘নারীদের ৪০ দশমিক ৪২ শতাংশ, শ্রমজীবী মানুষের ৩৮ দশমিক ৮ শতাংশ এবং প্রান্তিক জনগোষ্ঠীর ২৪ দশমিক ৩ শতাংশের মধ্যে জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিতে হবে। এই কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন। এদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, মাওলানা ইসরাঈল হোসেন, মাওলানা মহিউদ্দিন, নূর মোহাম্মদ হুসাইন টিপু, অধ্যাপক খলিলুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মাহফুজুর রহমান এবং কাইমুদ্দিন হীরক।

কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, মাসুম বিল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আমির, সেক্রেটারি এবং কর্মপরিষদের সদস্যরা। ওরিয়েন্টেশনে দলীয় কর্মসূচির সফল বাস্তবায়নে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। কর্মশালা শেষে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে বার্ষিক কর্মপরিকল্পনা বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টেশনে রুহুল আমিন

দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখতে হবে

আপলোড টাইম : ১২:৩৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গার বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমির অ্যাড. রুহুল আমিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘নারীদের ৪০ দশমিক ৪২ শতাংশ, শ্রমজীবী মানুষের ৩৮ দশমিক ৮ শতাংশ এবং প্রান্তিক জনগোষ্ঠীর ২৪ দশমিক ৩ শতাংশের মধ্যে জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিতে হবে। এই কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’

অনুষ্ঠানে বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন। এদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, মাওলানা ইসরাঈল হোসেন, মাওলানা মহিউদ্দিন, নূর মোহাম্মদ হুসাইন টিপু, অধ্যাপক খলিলুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মাহফুজুর রহমান এবং কাইমুদ্দিন হীরক।

কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, মাসুম বিল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আমির, সেক্রেটারি এবং কর্মপরিষদের সদস্যরা। ওরিয়েন্টেশনে দলীয় কর্মসূচির সফল বাস্তবায়নে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। কর্মশালা শেষে স্থানীয় নেতা-কর্মীদের মাঝে বার্ষিক কর্মপরিকল্পনা বিতরণ করা হয়।