জীবননগরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
- আপলোড টাইম : ১২:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মজনুর রহমান সভাপতিত্বে টুর্নামেন্টের ২০২৪-২০২৫ সিজনের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন (খোকন)।
বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবীর, সেক্রেটারি শামসুজ্জামান ডাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, পৌর যুবদল আহ্বায়ক হযরত আলী সরদার, সদস্যসচিব মনির হোসেন মনির ও যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনার। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শরিফুল ইসলাম খোকা, শিক্ষক ও খেলোয়াড় মামুন নিরব উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন মিনাজুল মিনা, আয়ুব, রমিজ, মামুন, রুবেল, হাবিবুর প্রমুখ।