চুয়াডাঙ্গা পৌর এলাকার পাড়া-মহল্লা কমিটি গঠনে আলোচনা
- আপলোড টাইম : ১২:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজীপাড়া ও জোয়ার্দ্দার পাড়ার পাড়া-মহল্লা কমিটির গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে অঙ্গীকার প্রাথমিক স্কুলমাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফারুক হোসেন স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সহসভাপতি সিদ্দিকুর রহমান রাঙ্গা, যুগ্ম সম্পাদক মিল্টন এবং সহ-সংগঠনিক সম্পাদক ফিরোজ। এছাড়াও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাল, সহসভাপতি আসলাম উদ্দিন এবং ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পল্লব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজম। আলোচনা শেষে উপস্থিত নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে প্রধান অতিথি হাজীপাড়া এবং জোয়ার্দ্দার পাড়ার পাড়া-মহল্লা কমিটির সুপার ফাইভ নেতাদের নাম ঘোষণা করেন।