চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১২:২২:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি-১৫৬০’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সাহিত্য পরিষদের কার্যালয়ে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সাহিত্য পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত আসরে গল্পকার রোকন রেজার প্রকাশিত ‘যে যার বৃত্তে’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থ থেকে একটি গল্প পাঠ করে শোনান রোকন রেজা।
পঠিত গল্পের ওপর আলোচনা করেন হাবিবি জহির রায়হান, জি এম জোয়ার্দ্দার, কাজল মাহমুদ, ড. মুন্সি আবু সাইফ ও ইকবাল আতাহার তাজ। এছাড়াও স্বরচিত লেখা পাঠ করেন মাহির তাজওয়ার তাসিফ, গুরু কাজল মল্লিক, হাবিবি জহির রায়হান, শহিদুল ইসলাম, জি এম জোয়ার্দ্দার ও এম এ মামুন। পঠিত লেখার ওপর আলোচনা করেন আহাদ আলী মোল্লা, সরদার আলী হোসেন, ড. মুন্সি আবু সাইফ, হামিদুল হক মুন্সী ও ইকবাল আতাহার তাজ। এছাড়াও আসরে উপস্থিত ছিলেন শেখ পিণ্টু, হারুন-অর রশিদ ও নজির আহমেদ।