ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে বিএনপি নেতা শরীফ

এই টুর্নামেন্ট ছাত্রদলের ঐক্য ও উদ্যমের উদাহরণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় দিনব্যাপী আমির-নাজমুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-১) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আয়োজনে পৌর এলাকার চাঁদমারি মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। টুর্নামেন্টে লাল, নীল, সবুজ ও হলুদ নামে চারটি দল অংশ নেয়। চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি।

উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে ১০ ওভারের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে লাল, নীল, সবুজ ও হলুদ নামে চারটি দশ অংশ নেয়। লাল একাদশের অধিনায়ক ছিলেন পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল ইসলাম মেহেদী, নীল একাদশের অধিনায়ক জেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ, সবুজ একাদশের অধিনায়ক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব এবং হলুদ একাদশের অধিনায়ক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী জিতু। ফাইনালে সবুজ দল ৯২ রান অর্জন করে। জবাবে নীল দল ৮১ রানে থেমে গেলে সবুজ দল ১১ রানে জয়লাভ করে। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ছাত্রদলের উদ্যোগে এমন টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এটি শুধু ক্রীড়ামুখী কার্যক্রমই নয়, বরং ছাত্রদলের ঐক্য ও উদ্যমের উদাহরণ। প্রয়াত আমির ও নাজমুলের স্মরণে এমন আয়োজন তাদের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। নতুন প্রজন্মকে দেশপ্রেম ও একতার শিক্ষা দিতে ছাত্রদল সবসময় সচেষ্ট। এই ঐক্যের ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যেখানে, মোবাইলের স্ক্রিনের বাইরে আমদের কিশোর, তরুণ থেকে যুবকদের চোখ সরানোর যেন ফুরসত নেই। ঠিক সেই সময়ে ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্যোগে এমন একটি টুর্নামেন্ট সকলের মন জয় করতে বাধ্য করেছে। আমি বলতে চাই, যদি কেউ ভালো কাজ করে, সে যেই হোক, ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান আমি শরীফুজ্জামান সবসময় পাশে আছি।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন। এসময় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে আম্প্যায়ারের দায়িত্ব পালন করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান ও ছাত্রদল কর্মী রুবেল আহমেদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠানে বিএনপি নেতা শরীফ

এই টুর্নামেন্ট ছাত্রদলের ঐক্য ও উদ্যমের উদাহরণ

আপলোড টাইম : ১২:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় দিনব্যাপী আমির-নাজমুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-১) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আয়োজনে পৌর এলাকার চাঁদমারি মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। টুর্নামেন্টে লাল, নীল, সবুজ ও হলুদ নামে চারটি দল অংশ নেয়। চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি।

উদ্বোধনের পর আনুষ্ঠানিকভাবে ১০ ওভারের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে লাল, নীল, সবুজ ও হলুদ নামে চারটি দশ অংশ নেয়। লাল একাদশের অধিনায়ক ছিলেন পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল ইসলাম মেহেদী, নীল একাদশের অধিনায়ক জেলা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ, সবুজ একাদশের অধিনায়ক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব এবং হলুদ একাদশের অধিনায়ক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদী জিতু। ফাইনালে সবুজ দল ৯২ রান অর্জন করে। জবাবে নীল দল ৮১ রানে থেমে গেলে সবুজ দল ১১ রানে জয়লাভ করে। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘ছাত্রদলের উদ্যোগে এমন টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এটি শুধু ক্রীড়ামুখী কার্যক্রমই নয়, বরং ছাত্রদলের ঐক্য ও উদ্যমের উদাহরণ। প্রয়াত আমির ও নাজমুলের স্মরণে এমন আয়োজন তাদের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ। নতুন প্রজন্মকে দেশপ্রেম ও একতার শিক্ষা দিতে ছাত্রদল সবসময় সচেষ্ট। এই ঐক্যের ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যেখানে, মোবাইলের স্ক্রিনের বাইরে আমদের কিশোর, তরুণ থেকে যুবকদের চোখ সরানোর যেন ফুরসত নেই। ঠিক সেই সময়ে ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্যোগে এমন একটি টুর্নামেন্ট সকলের মন জয় করতে বাধ্য করেছে। আমি বলতে চাই, যদি কেউ ভালো কাজ করে, সে যেই হোক, ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান আমি শরীফুজ্জামান সবসময় পাশে আছি।’

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন। এসময় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে আম্প্যায়ারের দায়িত্ব পালন করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান ও ছাত্রদল কর্মী রুবেল আহমেদ।