ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় প্রবাসী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে বিএনপি নেতা শরীফুজ্জামান

ঐক্যের মধ্যদিয়েই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১২:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় প্রবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ডের তালতলা ফুটবল মাঠে জমজমাট আয়োজনে প্রবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গত ৫ আগস্ট আওয়ামী স্বৈরশাসনের পতনের মাধ্যমে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে রাজপথকে রক্তিম করে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন, আমি সেই সকল ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। তবে আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। আমাদের আন্দোলন এখন সেই স্বাধীনতাকে রক্ষার আন্দোলন।’

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রম করে তারা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের পাঠানো অর্থে পরিবারগুলো যেমন সচ্ছলতা পায়, তেমনি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও সমৃদ্ধ হয়। তবে প্রবাসীদের অনেকেই বিদেশে নানা সমস্যার মুখোমুখি হন। তাদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রবাসীদের উৎসাহিত করতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন প্রশংসনীয়। এটি তাদের সঙ্গে স্থানীয় মানুষের সম্পর্ক দৃঢ় করে এবং দেশের প্রতি তাদের ভালোবাসা বাড়িয়ে তোলে। আমাদের উচিৎ সকল প্রবাসীদের জীবনমান উন্নয়ন ও তাদের কার্যক্রমকে সহজ করতে তাদের পাশে দাঁড়ানো। তাদের প্রাপ্য সম্মান এনে দিতে কাজ করা।’

তিনি বলেন, ‘বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশে সুশাসন ফিরিয়ে আনা সম্ভব। আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে একটি সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই ঐক্যের মধ্যদিয়েই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করব।’

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামিমুর রহমান শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি।

ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা একাডেমি বনাম কুমারী ইউনিয়ন কৃষক সমিতি ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ ম্যাচে কুমারী ইউনিয়ন কৃষক সমিতি ফুটবল একাডেমি ১-০ গোলে জয়লাভ করে। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে তেন। এসময় ট্রফি নিয়ে খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় প্রবাসী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে বিএনপি নেতা শরীফুজ্জামান

ঐক্যের মধ্যদিয়েই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব

আপলোড টাইম : ১২:২০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় প্রবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পৌর ৬ নম্বর ওয়ার্ডের তালতলা ফুটবল মাঠে জমজমাট আয়োজনে প্রবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গত ৫ আগস্ট আওয়ামী স্বৈরশাসনের পতনের মাধ্যমে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে রাজপথকে রক্তিম করে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন, আমি সেই সকল ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই। তবে আমাদের আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। আমাদের আন্দোলন এখন সেই স্বাধীনতাকে রক্ষার আন্দোলন।’

শরীফুজ্জামান শরীফ বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিদেশে কঠোর পরিশ্রম করে তারা রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের পাঠানো অর্থে পরিবারগুলো যেমন সচ্ছলতা পায়, তেমনি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও সমৃদ্ধ হয়। তবে প্রবাসীদের অনেকেই বিদেশে নানা সমস্যার মুখোমুখি হন। তাদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রবাসীদের উৎসাহিত করতে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজন প্রশংসনীয়। এটি তাদের সঙ্গে স্থানীয় মানুষের সম্পর্ক দৃঢ় করে এবং দেশের প্রতি তাদের ভালোবাসা বাড়িয়ে তোলে। আমাদের উচিৎ সকল প্রবাসীদের জীবনমান উন্নয়ন ও তাদের কার্যক্রমকে সহজ করতে তাদের পাশে দাঁড়ানো। তাদের প্রাপ্য সম্মান এনে দিতে কাজ করা।’

তিনি বলেন, ‘বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশে সুশাসন ফিরিয়ে আনা সম্ভব। আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে একটি সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই ঐক্যের মধ্যদিয়েই আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব এবং সাধারণ মানুষের অধিকার রক্ষা করব।’

৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামিমুর রহমান শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি।

ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা একাডেমি বনাম কুমারী ইউনিয়ন কৃষক সমিতি ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ ম্যাচে কুমারী ইউনিয়ন কৃষক সমিতি ফুটবল একাডেমি ১-০ গোলে জয়লাভ করে। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে তেন। এসময় ট্রফি নিয়ে খেলোয়াড়রা উচ্ছ্বাস প্রকাশ করেন।