কেরু শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা আজ
- আপলোড টাইম : ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
দর্শনা কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫ উপলক্ষে আজ সকাল ১০টায় সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে প্রার্থীরা বৈঠক করেছেন। বৈঠকে বার্ষিক সাধারণ সভা শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
এদিকে, কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শহীদ তিতুমীরের কাছে লিখিতভাবে জানিয়েছেন, সাধারণ সভায় বহিরাগত কেউ উপস্থিত থাকতে পারবেন না।
উল্লেখ্য, কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে পূর্বে উভয় পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে থানায় পাঁচটি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সংঘর্ষের আশঙ্কা থাকায় নির্বাচন ও সাধারণ সভা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
উপস্থিত সকল পক্ষের আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে যে, দ্বিবার্ষিক সাধারণ সভা শান্তিপূর্ণভাবে পরিচালনা করা হবে এবং সভার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে পুলিশ মোতায়েন থাকবে।