চুয়াডাঙ্গায় সরকারি গাছ কাটার অভিযোগে দুই শ্রমিককে জরিমানা
- আপলোড টাইম : ১১:৫১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা-মোমিনপুরে ক্যানালের সরকারি গাছ কাটার সময় দুই শ্রমিককে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে সরিষাডাঙ্গা ক্যানালের সরকারি গাছ কাটার সময় জুলফিকার (৬৫) ও শ্যামল দাস নামের দুজন শ্রমিককে সদর থানা পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ বলেন, গাছ কাটার সময় দুজন শ্রমিককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। যেহেতু তারা শ্রমিক, নির্দেশনা অনুযায়ী গাছ কাটছিল।
গাছ কাটার নির্দেশদাতাদের সনাক্ত করা গেছে কি না এমন প্রশ্নের জবারে তিনি বলেন, ওই ওয়ার্ডের একজন পলিটিক্যাল পারসন সাবেক ইউপি সদস্যদের নির্দেশেই গাছ কাটা হচ্ছিল বলে জেনেছি। এ ঘটনার পর স্থানীয় নেতৃস্থানীয়দের ডাকা হয়েছিল। তাদেরকে জানানো হয়েছে। তারা অভিযুক্তদের সনাক্ত করে আমাদের জানাবেন। এরপরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।