আলমডাঙ্গার আনন্দধামে ডা. বোরহান উদ্দিনের ইন্তেকাল
- আপলোড টাইম : ১০:১২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. বোরহান উদ্দিন (৬৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার রাত সাড়ে ৮টায় আনন্দধাম পুরাতন বাজারের তার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরন করেন। গতকাল কৃহস্পতিবার বাদ জোহর আলমডাঙ্গা দারুস সালামে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে দীর্ঘদিনের সহকর্মী ডা. মঞ্জুরুল ইসলাম বেলু, ডা. ওবাইদুল, ডা. আব্দুল কুদ্দুস, ডা. আবুল হাসনাত, ডা. তরিকুল ইসলাম, ডা. শাহরিয়ার কাজল, ডা. গোলাম জাকারিয়া খালিদ তপনসহ হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ডা. বোরহান বাগেরহাট ম্যাটসের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন। তার বড় ছেলে তারিকুজ্জামান মিল্টন লন্ডনে থাকেন। আর ছোট ছেলে তোহিদুজ্জামান রাব্বি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত আছেন।