আলমডাঙ্গা গার্লস স্কুলের রাস্তায় বেড়েছে বখাটেদের উৎপাত
নিরাপত্তাহীনতায় ছাত্রীরা, অভিভাবকেরা উদ্বিগ্ন
- আপলোড টাইম : ১০:১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৫০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা গার্লস স্কুলের রাস্তায় বখাটেদের উৎপাত বেড়েছে। এতে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। গোবিন্দপুর থেকে সরকারি গোডাউনের পিছনের রাস্তা, কলেজপাড়া থেকে গোরস্থানের পিছনের সড়ক এবং কালিদাপুর সাদা ব্রিজ থেকে পুরানো স্নানঘাট হয়ে চারতলা মোড় পর্যন্ত নিরিবিলি সড়কে ছাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছে না। প্রতিনিয়ত বখাটেদের উৎপাতে অতিষ্ঠ তারা। স্কুল শুরু এবং ছুটি হওয়ার সময়ে বিভিন্ন পয়েন্টে বখাটে কিশোর-যুবকেরা মেতে ওঠে অসভ্যতায়। নানা রকম বাজে মন্তব্য, দ্রুত বাইক চালানো এমনকি শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে থাকে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে স্কুলের ছাত্রীরা।
বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ভূমিকা রাখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকেরা। পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষকেরা। বিষয়টি আলমডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আমলে নিলে এবং পুলিশ প্রশাসন তদারকি করলে বখাটেদের উৎপাত বন্ধ হওয়া সম্ভব বলে মনে করেন শিক্ষক ও অভিভাবকেরা।