গাংনীতে তারুণ্যের উৎসব উদ্যাপনে যুব কাবাডি
- আপলোড টাইম : ১০:০০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে
তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে অনূর্ধ্ব-১৮ (বালক ও বালিকা) যুব কাবাডি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বালকদের খেলায় জোড়পুকুরিয়া বনাম মানিকদিয়া এগারোপাড়া আলিম মাদ্রাসা দল অংশ নেয়। ৩২ পয়েন্ট পেয়ে জোড়পুকুরিয়া একাদশ বিজয়ী হয়। বালিকাদের খেলায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় বনাম জেটিএস মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। ৩১ পয়েন্ট পেয়ে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়।
গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত এ খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)) প্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, প্রাণিসম্পদ অফিসার মোত্তালিব আলী, উপজেলা আনসার ভিডিপি অফিসার সাইদুর রহমান, উপজেলা আইসিটি অফিসার আব্দুর রকিব, বিআরডিবি প্রকল্প অফিসার মোস্তাফিজুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্যসচিব মুজাহিদুল ইসলাম। খেলা পরিচালনা করেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান ও মানিকদিয়া এগারোপাড়া আলিম মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আব্দুল মাবুদ।