জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাদক কারবারে শীর্ষে ধোপাখালী-মাধবখালীর নাম!- আপলোড টাইম : ০৯:৪৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ৩৭ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালানের প্রতিরোধ ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা শুরু হয়। জীবননরগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, জীবননগর থানার অফিসার (ওসি) মামুন হোসেন বিশ্বাস, জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাসান, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক, সাংবাদিক মো. রিপন হোসেন প্রমুখ।
সভায় মিনাজপুর মাঠপাড়ার রাস্তা নিয়ে উত্তেজনা এবং উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে মাটি কেটে ইটভাটায় দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন বলেন, রাস্তা সংক্রান্ত বিষয়টি আগামী সভায় উপজেলা প্রকৌশলী আসলে স্মরণ করিয়ে দেবেন। আর মাটি কেটে ইটভাটায় দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা করি। সম্প্রতি একজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
এদিকে, জীবননগর উপজেলার মধ্যে বর্তমানে মাদক কারবারে শীর্ষে ধোপাখালী-মাধবখালী বলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উঠে এসেছে। সভায় ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, জীবননগর সীমান্ত এলাকার মধ্যে ধোপাখালী-মাধবখালী এলাকায় মাদক কারবার সবচেয়ে বেশি হচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মাদক নিয়ন্ত্রণে। তবে এসব এলাকায় আমাদের সহযোগিতা করার লোক কম। বরং কেউ পারলে আমাদের তথ্য মাদক কারবারিদের কাছে পাচার করেন। তিনি সভায় সাংবাদিকসহ সকলকে মাদক নিয়ন্ত্রণ সহযোগিতা করার আহ্বান জানান।