শিরোনাম:
মেহেরপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ট্রাই সাইকেল বিতরণ
প্রতিবেদক, মেহেরপুর সদর:
- আপলোড টাইম : ০৯:২০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে বিনা মূল্যে হুইলচেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আয়োজনে ৮৯টি হুইলচেয়ার ৮টি ট্রাই সাইকেল ৫টি টয়লেট চেয়ার, ৫টি ওয়াকার ও দুটি কর্নার চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আশাদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে জেলা তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পরামর্শক ফিজিওথেরাপি ডা. মো. আব্দুল হাই প্রমুখ।
ট্যাগ :