শহিদ জিয়ার আদর্শে বিএনপিকে এগিয়ে নিতে হবে
দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে কৃষক দলের সমাবেশে বক্তারা
- আপলোড টাইম : ০৯:১৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
দামুড়হুদার নতিপোতা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নতিপোতা দারুল উলুম সাত শহিদিয়া কওমি মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রহমান মালিতার সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব তবারক হোসেন, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান টুনু, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তারিকুল ইসলাম বিলু, দামুড়হুদা উপজেলা কৃষক দলের সদস্যসচিব সাইদুর রহমান লিপু, দামুড়হুদা উপজেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম রিপন, দামুড়হুদা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, আব্দুল মতিন, আশাদুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি আনিসুজ্জামান আনিস, জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক সাইদুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পিণ্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মখলেছুর রহমান মুকুল।
দামুড়হুদা উপজেলা কৃষক দলের সদসসচিব সাইদুর রহমান লিপুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, নতিপোতা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন কৃষক দল নেতা আবুল হাশেম, জামশেদ আলী, নাটুদাহ ইউনিয়ন কৃষক দল নেতা আব্দুর রশিদ, মাসুদ রানা মাস্টার, সাবেক ছাত্র নেতা ফিরোজ হাসান মণ্টু, দামুড়হুদা উপজেলা যুবদল নেতা হাসিবুল ইসলাম নয়ন, শরিফুজ্জামান শরিফ প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ভবিষ্যতে বাংলাদেশে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহিদ জিয়ার আদর্শকে অন্তরে লালন করে বিএনপিকে এগিয়ে নিতে হবে। জাতীয়তাবাদী দলকে ঘুরে দাঁড়াতে হলে তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে আমরা কথা বলতে পারিনি। রাজপথে নামতে দেওয়া হয়নি। বিনা অপরাধে বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি হাসিনা দেশ থেকে পালিয়েছে। এখন বাংলাদেশকে বিনির্মাণে বিএনপির নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে। হাসান মাহমুদ খান বাবুর হাতকে শক্তিশালী করতে বিএনপির নেতা-কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে কাজ করতে হবে।