ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

উথলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিল্টনের শেষ কর্মদিবস

ফুলের মালা দিয়ে বাড়ি পৌঁছে দিলো শিক্ষার্থীরা

প্রতিবেদক, উথলী:
  • আপলোড টাইম : ০৯:১৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম ফারুক মিল্টনকে কর্মদিবসের শেষদিন পাঠদান শেষে ফুলের মালা পরিয়ে বিশেষ সম্মান দিয়ে বাড়ি পৌঁছিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ছিল সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম ফারুক মিল্টনের শেষ কর্মদিবস। উথলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৩০ বছর সততা, নিষ্ঠা, আন্তরিকতার ও দায়িত্বশীলতার সাথে পাঠদান করে গেছেন শিক্ষক গোলাম ফারুক মিল্টন। তিনি কৃষিশিক্ষা পড়াতেন। গতকাল বৃহস্পতিবার সকালে ভারাক্রান্ত মন নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন গোলাম ফারুক মিল্টন। প্রথমে বিদ্যালয়ের সকলের উপস্থিতিতে অশ্রুসিক্ত নয়নে শিক্ষক হাজিরা খাতায় শেষ স্বাক্ষর করেন তিনি। পরে বিদ্যালয়ের সমাবেশ অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকের নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষে শেষ পাঠদানের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। স্কুল ছুটির পর শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের গলায় ফুলের মালা পরিয়ে বিশেষ সম্মাননায় দিয়ে তাকে বাড়ি পৌঁছিয়ে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী বলেন, ‘গোলাম ফারুক মিল্টন একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমাদের প্রিয় এই সহকর্মীকে কাল থেকে আর আমাদের সাথে পাবো না। এটা মেনে নিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আগামী মাসে বিদ্যালয়ের পক্ষ থেকে জাঁকজমকপূর্ণভাবে তার বিদায় সংবর্ধনা প্রদান করা হবে।’

তিনি আরও বলেন, ‘এই শিক্ষক অনেক ভাগ্যবান, কারণ তার নিজ বাড়ি এই উথলী গ্রামে এবং সততার সাথে এই প্রতিষ্ঠানে চাকরি জীবন ইতি টানলেন। নিজ গ্রামে প্রতিষ্ঠানে চাকরি করে অনেক সুনামের সাথে বিদায় নিলেন। তার অবসর জীবনের পথ চলা সুন্দরভাবে কাটুক দোয়া রইলো।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

উথলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিল্টনের শেষ কর্মদিবস

ফুলের মালা দিয়ে বাড়ি পৌঁছে দিলো শিক্ষার্থীরা

আপলোড টাইম : ০৯:১৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

জীবননগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম ফারুক মিল্টনকে কর্মদিবসের শেষদিন পাঠদান শেষে ফুলের মালা পরিয়ে বিশেষ সম্মান দিয়ে বাড়ি পৌঁছিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ছিল সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম ফারুক মিল্টনের শেষ কর্মদিবস। উথলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৩০ বছর সততা, নিষ্ঠা, আন্তরিকতার ও দায়িত্বশীলতার সাথে পাঠদান করে গেছেন শিক্ষক গোলাম ফারুক মিল্টন। তিনি কৃষিশিক্ষা পড়াতেন। গতকাল বৃহস্পতিবার সকালে ভারাক্রান্ত মন নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হন গোলাম ফারুক মিল্টন। প্রথমে বিদ্যালয়ের সকলের উপস্থিতিতে অশ্রুসিক্ত নয়নে শিক্ষক হাজিরা খাতায় শেষ স্বাক্ষর করেন তিনি। পরে বিদ্যালয়ের সমাবেশ অনুষ্ঠানে সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকের নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষে শেষ পাঠদানের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। স্কুল ছুটির পর শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের গলায় ফুলের মালা পরিয়ে বিশেষ সম্মাননায় দিয়ে তাকে বাড়ি পৌঁছিয়ে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ আলী বলেন, ‘গোলাম ফারুক মিল্টন একজন আদর্শ শিক্ষক ছিলেন। আমাদের প্রিয় এই সহকর্মীকে কাল থেকে আর আমাদের সাথে পাবো না। এটা মেনে নিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আগামী মাসে বিদ্যালয়ের পক্ষ থেকে জাঁকজমকপূর্ণভাবে তার বিদায় সংবর্ধনা প্রদান করা হবে।’

তিনি আরও বলেন, ‘এই শিক্ষক অনেক ভাগ্যবান, কারণ তার নিজ বাড়ি এই উথলী গ্রামে এবং সততার সাথে এই প্রতিষ্ঠানে চাকরি জীবন ইতি টানলেন। নিজ গ্রামে প্রতিষ্ঠানে চাকরি করে অনেক সুনামের সাথে বিদায় নিলেন। তার অবসর জীবনের পথ চলা সুন্দরভাবে কাটুক দোয়া রইলো।’