জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যের চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি গঠন
- আপলোড টাইম : ০৯:১৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন (ভিডিএবি) চুয়াডাঙ্গা জেলার ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. এস এম. মারুফ হোসাইন এবং সাধারণ সম্পাদক ডা. মো. রহমত আলীর স্বাক্ষরিত এক পত্রে গত বুধবার (২২ জানুয়ারি) এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির আহ্বায়ক হিসেবে মো. ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মীর আব্দুল আওয়াল (লিডু) এবং সদস্যসচিব হিসেবে মো. নওশাদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলেন- মো. আনোয়ারুল হক, মো. জাকেরুল ইসলাম, মো. ফারুক হোসেন, মো. হাফিজুর রহমান (মুক্ত), মো. মুন্সি শহিদুল্লাহ, মো. হাসাদুল ইসলাম, মো. সানোয়ার হোসেন, মো. শামসুজ্জোহা কৌরেশী, আব্দুল্লাহ আল মামুন ও মো. রকিবুল হাসান। এছাড়াও একই পত্রে নবগঠিত কমিটির প্রতি দ্রুত থানা, উপজেলা ও পৌর শাখা কমিটি গঠন এবং ১০১ সদস্যবিশিষ্ট জেলা পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।