ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

কেরুর যশোর ওয়্যারহাউজ ইনচার্জের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সমীকরণ প্রতিবেদন:
  • আপলোড টাইম : ০৯:১৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

দর্শনা কেরুর যশোর ওয়্যারহাউজ ইনচার্জ দাউদ আলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে মিল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ৪ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- কেরুজ চিনিকলের ব্যবস্থাপক (হিসাব) গোলাম জাকারিয়া, উপ-ব্যবস্থাপক (পার্সোনাল) আল-আমিন, সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) ডিস্টিলারি জহির উদ্দীন ও সহকারী ব্যবস্থাপক (যন্ত্রকৌশল) নাজমুল হাসান। তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত কাউকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে তদন্ত কমিটির সকলকে আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, কেরু চিনিকলের কর্মচারৗ দাউদ আলী বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে অর্থ সম্পদের মালিক বনে গেছেন, এমন অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর গতকাল বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবির স্বাক্ষরিত পত্রে বিষয়টি তদন্তের জন্য কেরুজ ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেন। সে মোতাবেক গতকাল বিকেলে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান ৪ সদস্যের একটি কমিট গঠন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কেরুর যশোর ওয়্যারহাউজ ইনচার্জের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ; চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

আপলোড টাইম : ০৯:১৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

দর্শনা কেরুর যশোর ওয়্যারহাউজ ইনচার্জ দাউদ আলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে মিল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার ৪ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- কেরুজ চিনিকলের ব্যবস্থাপক (হিসাব) গোলাম জাকারিয়া, উপ-ব্যবস্থাপক (পার্সোনাল) আল-আমিন, সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) ডিস্টিলারি জহির উদ্দীন ও সহকারী ব্যবস্থাপক (যন্ত্রকৌশল) নাজমুল হাসান। তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত কাউকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে তদন্ত কমিটির সকলকে আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে।

উল্লেখ্য, কেরু চিনিকলের কর্মচারৗ দাউদ আলী বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে অর্থ সম্পদের মালিক বনে গেছেন, এমন অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর গতকাল বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবির স্বাক্ষরিত পত্রে বিষয়টি তদন্তের জন্য কেরুজ ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেন। সে মোতাবেক গতকাল বিকেলে কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান ৪ সদস্যের একটি কমিট গঠন করেন।