গাংনীতে বিএনপির আলোচনা সভা ও সমাবেশ
- আপলোড টাইম : ০৯:১৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও মিছিল করেছে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি। গতকাল বুধবার বেলা তিনটায় দিকে গাংনী হাসপাতাল বাজার এলাকা থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড বাজারে গিয়ে শেষ হয়। এর আগে গাংনী হাসপাতাল বাজার এলাকায় প্রধান সড়কের ওপর আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আপনারা পূর্ণাঙ্গ কমিটি ঘরে বসে করতে চাইলে তা সম্ভব হবে না। তৃণমূলের ত্যাগী কর্মীদের সাথে নিয়ে কমিটি করতে হবে। ত্যাগীদের বাদ দিয়ে কমিটি করলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তারা বলেন, ‘আপনারা সাধারণ মানুষের কথা ভাববেন, কোনো দালালের কথা শুনবেন না। প্রশাসনের মধ্যে এখনো যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। আওয়ামী লীগের প্রেতাত্মাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।’
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসানাত আফরোজ প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।