আলমডাঙ্গায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
- আপলোড টাইম : ১১:১৭:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার ২ জন, দস্যুতা মামলার ১ জনসহ মোট ৭ জন আসামি গ্রেপ্তার হয়েছে। গতকালই গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। এরমধ্যে আলমডাঙ্গার এলেম শাঁ-এর ছেলে মো. গিয়াস উদ্দীন (৬০) এবং তার ছেলে মো. পলাশকে (৩০) হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। এছাড়াও গোবিন্দপুর মন্ডলপাড়া এলাকার মৃত আইজ উদ্দিনের ছেলে সাহাবুল হক সাবুকে (৫২) দস্যুতা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। গতকাল আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমন এ তথ্য নিশ্চিত করেন।
থানা সূত্র জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদার রহমানর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মাদক উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযান থেকে হত্যা মামলার ২ জন, দস্যুতা মামলার ১ জনসহ মোট ৭ জন আসামি গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃতদের গতকালই আদালতে প্রেরণ করা হয়েছে।