আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত
- আপলোড টাইম : ১১:১৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা আ ফ ম সিরাজ সামজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ জোহর আলমডাঙ্গা ফরিদপুর সিরাজনগরে তার প্রতিষ্ঠিত স্কুল ঘরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাব ও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম।
সভায় আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমোর আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান আলোক ছিলেন হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক কবি আসিফ জাহান। বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা ফজলুল হক, কবি গোলাম রহমান চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বশিরুল আলম ও শাহাবুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিক বিশ্বাস, সরকারি কলেজের সিনিয়র প্রভাষক শরিউতুল্লাহ, হারদী এম এস জোহা কলেজের সহকারী অধ্যাপক, মিজানুর রহমান, ধরিত্রী প্রকাশনা গ্রুপের প্রকাশক কবি কিশোর কারুনিক, লিটন মিয়া, ইকরামুল হক, জামায়াত নেতা শাহাবুদ্দিন সাবু, হাবিবুর রহমান, চাঁদ, কিশোর, রাহিমা সামজী, হাসিবুল হক প্রমুখ।