শিরোনাম:
চুয়াডাঙ্গায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত
আলমডাঙ্গা অফিস:
- আপলোড টাইম : ১১:১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার পৃথক স্থানে তিনটি সড়ক দুর্ঘটনায় ৮ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-মহেশপুর সড়কে মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে মোহাম্মদ আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। তিনি মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আলমডাঙ্গা শহরের আনন্দধাম রোডে শিলা সিনেমা হলের কাছে পাওয়ার ট্রিলার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাওয়ার ট্রিলার চালক এবং মোটরসাইকেল আরোহী রবজেল (৬০) গুরুতর আহত হন। এদিকে, আলমডাঙ্গার উপজেলার হাউসপুর এলাকায় আরো একটি আলমসাধু ও ট্রাক্টরের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন গুরুতর আহত হন।
ট্যাগ :