দামুড়হুদায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- আপলোড টাইম : ১১:১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৬৮ বার পড়া হয়েছে
দামুড়হুদায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের উন্মুক্ত মঞ্চে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এই পুরস্কার বিতরণ ও মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মহিবুল্লাহ, দর্শনা সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, উপজেলা আইসিটি অফিসার আরিফুল ইসলাম, আব্দুল ওদুদশা ডিগ্রি কলেজের প্রভাষক সজীব রায়হান, দামুড়হুদা পাইলট সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
এবার মেলায় বিজ্ঞান ও প্রযুক্তির স্টল মূল্যায়নে সিনিয়র গ্রুপে দর্শনা সরকারি কলেজ ১ম হয়েছে, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ ২য় হয়েছে এবং আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ৩য় হয়ে পুরস্কার পেয়েছে। জুনিয়র গ্রুপে দামড়হুদা সরকারি পাইলট হাই স্কুল ১, কেরু উচ্চ বিদ্যালয় দর্শনা ২য় এবং দামুড়হুদা রেসিডেনিয়াল আইডিয়াল স্কুল ৩য় হয়ে পুরস্কার লাভ করে এবং বিশেষ গ্রুপে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব পুরস্কার লাভ করে। কুইজ প্রতিযোগিতায় দামুড়হুদা সরকারি পাইলট হাই স্কুল ১ম, কেরু উচ্চ বিদ্যালয় দর্শনা ২য় এবং দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ৩য় স্থান অর্জন করে। বিতর্ক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ এবং ব্রাক মাধ্যমিক বিদ্যালয় দামুড়হুদা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক একাডেমি সুপারভাইজার রাফিজুল ইসলাম।