দামুড়হুদা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক জোটের পক্ষ থেকে
কার্পাসডাঙ্গায় ধানের হাট বসানোর দাবিতে স্মারকলিপি- আপলোড টাইম : ১১:১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক জোটের পক্ষ থেকে কার্পাসডাঙ্গায় ধানের হাট বসানোনর দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক জোটের উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক জোটের সভাপতি ইমতিয়াজ হোসেন, সহসভাপতি আজাদুর রহমান, দামুড়হুদা ইউনিয়নের সভাপতি আব্দুল আলিম, কার্পাসডাঙ্গা ইউনিয়নের সভাপতি আহম্মদ আলী, সহসভাপতি আশাদুল হক, কার্পাসডাঙ্গা বাজার কমিটির সভাপতি রাসেল আহমেদ, সহসভাপতি রফিকুল ইসলাম, কৃষক জোটের সদস্য আতিয়ার রহমান ও আব্দুস সামাদ।
এসময় কৃষক জোটের নেতারা বলেন, দামুড়হুদা উপজেলার বিস্তীর্ণ এলাকার প্রায় ৮ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়। তবে এই এলাকার কৃষকদের উৎপাদিত বিপুল পরিমাণ ধান বিক্রির জন্য দামুড়হুদা উপজেলায় কোনো ধানের হাট নেই। ধান বিক্রির জন্য দামুড়হুদার ৮টি ইউনিয়নসহ আশপাশের এলাকার কৃষকদের ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরের জীবননগর বা সরোজগঞ্জের হাটে যেতে হয়। ফলে এই এলাকার সাধারণ কৃষকদের অতিরিক্ত পরিবহণ খরচ, সময়ের অপচয়সহ নানা ধরনের হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
বিষয়গুলো শুনে কার্পাসডাঙ্গায় কৃষকবান্ধব ধানের হাট স্থাপনের বিষয়ে আশ^াস দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ মহল। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা স্থানীয় কৃষকদের সাথে নিয়ে ধানের হাট স্থাপনের স্থান ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছেন।