শিরোনাম:
চুয়াডাঙ্গায় ২০০ বোতল অবৈধ অ্যালকোহলসহ একজন গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদক:
- আপলোড টাইম : ১১:০৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। এসময় ফারুক আহমেদ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার নয়মাইল বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই হাসান মুন্সী, এএসআই রঞ্জু আহমেদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত ফারুক আহমেদ ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপাড়া গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ জানায়, অভিযানের সময় ফারুকের কাছ থেকে ২০০ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করা হয়। গতকালই তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগ :