ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহে মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খানের হুঁশিয়ারি

আ.লীগকে তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১১:০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ মো. খান বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। গত ১৬ বছরে আওয়ামী লীগ লুটপাট, চাঁদাবাজি, গুম-খুন ও গণহত্যার মাধ্যমে ভয়াল এক শাসন চালিয়েছে।’ তিনি দাবি করেন, শেখ মুজিব স্বাধীনতার পর প্রথমবার দেশে গণহত্যা চালিয়েছিলেন। জাসদসহ বিভিন্ন দলের প্রায় ৩০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বার গণহত্যা হয়েছে। আমরা আর তৃতীয়বার পাপিষ্ঠ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই সুযোগ দেব না।’

গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহের একটি হোটেলে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং মাদক, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রকিবুল ইসলাম।

রাশেদ খান তার বক্তব্যে আরও বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। ঝিনাইদহে দলীয় পরিচয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতি চলছে। এসব চলতে থাকলে তারুণ্যের নেতৃত্বে শুরু হওয়া পরিবর্তনের রাজনীতি ব্যাহত হবে।’ তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। জনগণের নেতা হবেন নাকি জনগণের দ্বারা ঘৃণিত হবেন? যারা কিংস পার্টি গঠনের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে।’

জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, ‘বিপ্লব-পরবর্তী সময়ে দেশ চালাতে জাতীয় সরকার অপরিহার্য। ৪৫টি রাজনৈতিক দল মিলে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কার্যকর করে দেশের নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আর আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের তৃতীয় অধ্যায় দেখতে চাই না। তারুণ্যের নেতৃত্বে দেশে নতুন এক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই পরিবর্তনের জন্য কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, পেশাজীবী পরিষদের আহ্বায়ক ব্যাংকার রাসেল আহমেদ, মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মামুন ও আল সোয়াইব মেরাজ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খানের হুঁশিয়ারি

আ.লীগকে তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না

আপলোড টাইম : ১১:০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ মো. খান বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছে। গত ১৬ বছরে আওয়ামী লীগ লুটপাট, চাঁদাবাজি, গুম-খুন ও গণহত্যার মাধ্যমে ভয়াল এক শাসন চালিয়েছে।’ তিনি দাবি করেন, শেখ মুজিব স্বাধীনতার পর প্রথমবার দেশে গণহত্যা চালিয়েছিলেন। জাসদসহ বিভিন্ন দলের প্রায় ৩০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বার গণহত্যা হয়েছে। আমরা আর তৃতীয়বার পাপিষ্ঠ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই সুযোগ দেব না।’

গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহের একটি হোটেলে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং মাদক, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রকিবুল ইসলাম।

রাশেদ খান তার বক্তব্যে আরও বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। ঝিনাইদহে দলীয় পরিচয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতি চলছে। এসব চলতে থাকলে তারুণ্যের নেতৃত্বে শুরু হওয়া পরিবর্তনের রাজনীতি ব্যাহত হবে।’ তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। জনগণের নেতা হবেন নাকি জনগণের দ্বারা ঘৃণিত হবেন? যারা কিংস পার্টি গঠনের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে।’

জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, ‘বিপ্লব-পরবর্তী সময়ে দেশ চালাতে জাতীয় সরকার অপরিহার্য। ৪৫টি রাজনৈতিক দল মিলে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা কার্যকর করে দেশের নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আর আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের তৃতীয় অধ্যায় দেখতে চাই না। তারুণ্যের নেতৃত্বে দেশে নতুন এক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই পরিবর্তনের জন্য কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, পেশাজীবী পরিষদের আহ্বায়ক ব্যাংকার রাসেল আহমেদ, মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের নেতা আব্দুল্লাহ আল মামুন ও আল সোয়াইব মেরাজ।