জীবননগরে রাস্তার জমিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা
মারামারিতে দুজন আহত, থানায় পাল্টাপাল্টি অভিযোগ
- আপলোড টাইম : ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
জীবননগরে রাস্তার জমিকে কেন্দ্র সৃষ্ট বিরোধে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই জীবননগর থানায় হাজির হয়ে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মিনাজপুর গ্রামের মধ্যদিয়ে একটি রাস্তা তৈরি হচ্ছে। স্থানীয়দের দাবি, রাস্তার কাজটি সরকারি জমির ওপর না করে ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে করা হচ্ছে। এ নিয়ে জমির মালিকদের পক্ষ থেকে আদালতে একটি মামলাও চলছে। মামলার কারণে মাঝখানে কাজ বন্ধ ছিল। তবে গতকাল হঠাৎ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাস্তার কাজ শুরু করা হয়। জমির মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার অনুরোধ করলে আবুল কাশেমের ছেলে আবু হানিফ এবং তার পরিবারের কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়।
আহত আবু হানিফ অভিযোগ করে বলেন, ‘যেখানে রাস্তা হচ্ছে, সেটি আমাদের মালিকানা জমি। সরকারি জমি বাদ দিয়ে আমাদের জমির ওপর দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। বাধা দিলে স্থানীয় বিএনপি নেতা মুকুল, মান্নানসহ আরও কয়েকজন আমাকে এবং আমার পরিবারের সদস্যদের পিটিয়ে রক্তাক্ত করে।’ পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে আবু হানিফ গতকালই জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে স্থানীয় বিএনপি নেতা মুকুল বলেন, ‘মিনাজপুর গ্রামের রাস্তা সবার প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করা হচ্ছে। কাজ বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ হচ্ছে। রাস্তার কাজ চালিয়ে যেতে অনুরোধ করলে হানিফ এবং তার লোকজন আমাদের ওপর হামলা চালায়। আমরা কাউকে মারধর করিনি। তারা মিথ্যা অভিযোগ তুলেছে।’
স্থানীয় জামায়াতের নেতা হাফিজুর রহমান বলেন, ‘রাস্তা নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে, কারণ সরকারি জমি বাদ দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। জমির মালিকরা আদালতে মামলা করেছেন। হঠাৎ কোনো অনুমতি ছাড়াই কাজ শুরু করায় বাধা দিলে বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়।’
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘মিনাজপুর গ্রামে রাস্তার জমিকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’