শিরোনাম:
তারুণ্যের উৎসব উপলক্ষে জীবননগরে ক্রীড়া সামগ্রী বিতরণ
জীবননগর অফিস:
- আপলোড টাইম : ১০:৫২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জীবননগরে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব’ স্লোগানে জীবননগর উপজেলার উথলী বাজার মাঠে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ক্রীড়া সংগঠক আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল আমীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার প্রমুখ। এদিকে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ট্যাগ :