চুয়াডাঙ্গায় যুবদল নেতা লাড্ডুর মৃত্যুতে ছাত্রদলের শোক
- আপলোড টাইম : ১০:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি নাঈম হাসানের বাবা জেলা যুবদলের সহসভাপতি শহীদ হোসেন লাড্ডুর (৫৮) মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে। গতকাল বুধবার জেলা ছাত্রদল এক শোক বার্তায় জানান, শহীদ হোসেন লাড্ডু ছিলেন বিএনপি পরিবারের নিবেদিত প্রাণ। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন। তার মৃত্যুতে বিএনপি পরিবার একজন বিশ্বস্ত বন্ধুকে হারালো। জেলা ছাত্রদল মরহুমের আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌরসভার কাহার পাড়ার গফুর সর্দারের শহীদ হোসেন লাড্ডু বেশ কিছুদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তিনি অসুস্থ বোধ করলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পুরাতন গোরস্থানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।