শিরোনাম:
কার্পাসডাঙ্গায় মাঠ থেকে কৃষকের শ্যালো মেশিন চুরি
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
- আপলোড টাইম : ১০:৪৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মাঠ থেকে কৃষকের শ্যালো মেশিন চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত মঙ্গলবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গার গোয়ালপাড়ার আবু তাহেরের ছেলে আ. মমিনের একটি শ্যালো মেশিনটি বাঘাডাঙ্গা পূর্ব মাঠ থেকে চুরি করে নিয়ে যায় চোরেরা। এছাড়া গত রোববার ও সোমবার দিবাগত রাতে একই গ্রামের একই মাঠ থেকে গাজী রহমানের ছেলে সাইফুল ইসলাম ও আলী আহমেদ ফুরুইয়ের ছেলে কৃষক আতিকুল ইসলামের স্যালো মেশিন চুরি হয়েছে। পরপর তিন রাতে মাঠ থেকে তিনটি শ্যালো মেশিন চুরি হওয়ায় আতঙ্কের মধ্যে আছে কৃষকেরা।
ট্যাগ :