ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

‘তারুণ্যের মেলা তরুণদের সৃজনশীলতাকে উজ্জীবিত করবে’

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী তারুণ্যের মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী তারুণ্যের মেলা, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন, সদস্যসচিব সাফ্ফাতুল ইসলামসহ বিভিন্ন ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্যের মেলার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা এবং সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত করা। বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারুণ্যের মেলা তাদের সৃজনশীলতাকে উজ্জীবিত করবে। এছাড়াও বক্তারা, বিজ্ঞানভিত্তিক কার্যক্রম এবং ভূমি সেবা সংক্রান্ত সেমিনার তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, আজ মেলার দ্বিতীয় দিনেও বিভিন্ন কার্যক্রম চলবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

‘তারুণ্যের মেলা তরুণদের সৃজনশীলতাকে উজ্জীবিত করবে’

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী তারুণ্যের মেলা ও জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন

আপলোড টাইম : ১০:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী তারুণ্যের মেলা, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ভূমি সেবা বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. সাইফুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন, সদস্যসচিব সাফ্ফাতুল ইসলামসহ বিভিন্ন ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তারুণ্যের মেলার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা এবং সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রমে সম্পৃক্ত করা। বিজ্ঞান চর্চা ও প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারুণ্যের মেলা তাদের সৃজনশীলতাকে উজ্জীবিত করবে। এছাড়াও বক্তারা, বিজ্ঞানভিত্তিক কার্যক্রম এবং ভূমি সেবা সংক্রান্ত সেমিনার তরুণদের মধ্যে সচেতনতা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, আজ মেলার দ্বিতীয় দিনেও বিভিন্ন কার্যক্রম চলবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।