আন্দুলবাড়ীয়ায় মসজিদের দৃষ্টিনন্দন গেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- আপলোড টাইম : ১০:৩১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও দরগা জামে মসজিদ সংলগ্ন প্রবেশ পথে দৃষ্টিনন্দন গেট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গত সোমবার এই নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
জানা গেছে, আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী মেসার্স নিউ শিমুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম খান ও আন্দুলবাড়ীয়া গ্রামের রাজধানীপাড়ার রাজমিস্ত্রীর প্রধান দলপতি (হেড মিস্ত্রী) ফারুকের অর্থায়নে এই গেট নির্মাণ করা হচ্ছে। ছাড়া ইলেকট্রিক মিস্ত্রি জাহিদুল ইসলাম খান ওরফে জাইরুল মিস্ত্রি সেখানে বিনা মূল্যে কাজ করার ঘোষণা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়ার পীরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ পরিচালনা কমিটির পদাধিকারবলে সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন, উপদেষ্টা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখাওয়াত হোসেন, সিনিয়র সহসভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, হাজী আশাদুর রহমান আশা, খন্দকার নাসির উদ্দীন সোহাগ, আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ এস এম এনায়েতুল হক, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোস্তফা আমজাদ প্রমুখ। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান। অনুষ্ঠান উপস্থাপনা করেন কমিটির সহসভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল।