আলমডাঙ্গার বড় বোয়ালিয়ায় বিএনপির কর্মী সভা
- আপলোড টাইম : ১০:২৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বড় বোয়ালিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বড় বোয়ালিয়া বাবুপাড়ায় এই সভা অনুষ্ঠিত হয়। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রান্তিলগ্নে বড় বোয়ালিয়া ওয়ার্ড বিএনপির ভূমিকা ছিল অনবদ্য। বিএনপিকে আরও গতিশীল ও প্রাণবন্ত করার জন্য বড় বোয়ালিয়ার নেতা-কর্মীরা নিবেদিত প্রাণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, যুগ্ম সাধারণ সম্পাদক তবিবুল হুদা তুহিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাজিবুল হক রাজন, আলমডাঙ্গা মৎস্যজীবী দলের সভাপতি জান মোহাম্মদ ও আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খালেদ সালেহীন রাজু।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, আবুজার আলী, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহেল হুদা, যুবদলের সাবেক সভাপতি মুর্শিদ কলিন, মহিলা দলের নেত্রী মাহাফুজা আক্তার জলি, বড় বোয়ালিয়া ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বল্টু আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।