দামুড়হুদায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মারুফ গ্রেপ্তার
- আপলোড টাইম : ১০:২৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
দামুড়হুদার সুবুলপুর গ্রামের স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মারুফকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে কর্পাসডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার মারুফ বাগাডাঙ্গা গ্রামের ওম্বর আলীর ছেলে।
জানা যায়, দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন ৯ এর ১/৩০ ধারায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০, তারিখ ১৯/০১/২৫ ইং। মামলার দায়ের পর দামুড়হুদা মডেল এসআই মশিউর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কার্পাডাঙ্গা বাজার থেকে মারুফকে গ্রেপ্তার করেন। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার সুবলপুর গ্রামের ৭ম শ্রেণির ওই ছাত্রীর সাথে ২ বছর পূর্বে রায়সার বিলে ঘুরতে গিয়ে বাগাডাঙ্গা গ্রামের ওম্বর আলীর ছেলে মারুফের পরিচয় হয়। তখন তারা একে অপরের মধ্যে মোবাইল নম্বর আদান প্রদান হয়। তারপর থেকে তাদের মোবাইলে কথা হতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৮ জানুয়ারি ওই স্কুলছাত্রীকে বাড়িতে রেখে তার মা ছোট মেয়েকে নিয়ে চন্ডিপুর গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে যান। সুযোগ বুঝে রাত সাড়ে ৮টার দিকে মারুফ তার দুই বন্ধুকে সাথে নিয়ে মোটরসাইকেলে তাদের বসতবাড়ির পিছনে এসে তাকে মোবাইল নম্বরে ফোন করে আসতে বলেন। সে দেখা করতে আসলে মারুফ তাকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে সহযোগিতা করেন বাগাডাঙ্গা গ্রামের, গোলামের ছেলে ফরজ আলী ও রবিউল ইসলামের ছেলে ইয়াকুব আলী। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন।