চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় আমিরের উপস্থিতিতে কর্মী সম্মেলন সফল হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে জামায়াতের সাংবাদিক সম্মেলন
- আপলোড টাইম : ০৯:৫৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে জেলা জামায়াত। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনের আগে ও পরে যেভাবে আপনারা গণমাধ্যমে সংবাদ প্রচার করেছেন, তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও আপনারা পেশাগত জায়গা থেকে যেভাবে দায়িত্ব পালন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।’ তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গাকে একটি উন্নত জেলা হিসেবে রূপান্তরিত করতে আপনাদের ভূমিকা অপরিসীম। দীর্ঘ প্রচেষ্টার পর এটি একটি ঐতিহাসিক সম্মেলন হয়েছে বলে আমরা বিশ্বাস করি। আপনারা গণমাধ্যমকর্মী হিসেবে ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই।’
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, শহর সেক্রেটারি মোস্তফা কামাল এবং দামুড়হুদা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের আইটি বিভাগের পরিচালক মাসুম বিল্লাহ।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও এ সম্মেলনে উপস্থিত ছিলেন।