ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

আলমডাঙ্গার ডাউকি ও বেলগাছি ইউনিয়নে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কৃষকের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৫২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ২০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ও বেলগাছি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামান সাদিক পিণ্টুর সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। তিনি বলেন, ‘বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই আমাদের লক্ষ্য। কৃষক দলের প্রতিটি সদস্য কৃষকের উন্নয়ন ও অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আলোকিত বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের প্রতিটি কৃষকের পাশে থেকে আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। তাঁর সাহসী নেতৃত্বে আমাদের আন্দোলন আরও গতিশীল হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, নিজ নিজ এলাকায় কৃষকের উন্নয়ন এবং জাতীয় স্বার্থ রক্ষায় সক্রিয় থাকব।’

সমাবেশের উদ্বোধন করেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন। তিনি বলেন, ‘আমাদের কৃষি অর্থনীতি রক্ষায় কৃষকদের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। আমরা একসঙ্গে কাজ করব, যেন বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে কৃষকের অধিকার প্রতিষ্ঠিত হয়।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন। তিনি বলেন, ‘দেশের এই সংকটময় সময়ে কৃষক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিজেদের এলাকায় কৃষকের অধিকার রক্ষায় সকলকে নিবেদিতভাবে কাজ করতে হবে।’ সমাবেশে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু বলেন, ‘শুধু ব্যক্তি স্বার্থ নয়, দেশ, দল, এবং কৃষকের উন্নয়নই আমাদের লক্ষ্য। আমাদের ঐক্যই এই আন্দোলনের শক্তি।’

সমাবেশে আরও বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা কৃষক দলের সদস্য মো. রতন আলী, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল ও পৌর যুবদলের সদস্যসচিব মো. সাইফুল আলম কনক। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তৈয়ব আলী।

আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ এবং সদস্যসচিব আল ইমরান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সদস্যসচিব ইদ্রিস আলী, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দার আলী, সাধারণ সম্পাদক সালাম ফারাজী, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমজেদ আলী, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ স্থানীয় কৃষক দল, বিএনপি, এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশ শেষে নেতারা কৃষক দলের কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গার ডাউকি ও বেলগাছি ইউনিয়নে কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

কৃষকের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা

আপলোড টাইম : ০৯:৫২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ও বেলগাছি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামান সাদিক পিণ্টুর সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। তিনি বলেন, ‘বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই আমাদের লক্ষ্য। কৃষক দলের প্রতিটি সদস্য কৃষকের উন্নয়ন ও অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আলোকিত বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের প্রতিটি কৃষকের পাশে থেকে আমরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। তাঁর সাহসী নেতৃত্বে আমাদের আন্দোলন আরও গতিশীল হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, নিজ নিজ এলাকায় কৃষকের উন্নয়ন এবং জাতীয় স্বার্থ রক্ষায় সক্রিয় থাকব।’

সমাবেশের উদ্বোধন করেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন। তিনি বলেন, ‘আমাদের কৃষি অর্থনীতি রক্ষায় কৃষকদের ঐক্যবদ্ধ হওয়া খুবই জরুরি। আমরা একসঙ্গে কাজ করব, যেন বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমে কৃষকের অধিকার প্রতিষ্ঠিত হয়।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন। তিনি বলেন, ‘দেশের এই সংকটময় সময়ে কৃষক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিজেদের এলাকায় কৃষকের অধিকার রক্ষায় সকলকে নিবেদিতভাবে কাজ করতে হবে।’ সমাবেশে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু বলেন, ‘শুধু ব্যক্তি স্বার্থ নয়, দেশ, দল, এবং কৃষকের উন্নয়নই আমাদের লক্ষ্য। আমাদের ঐক্যই এই আন্দোলনের শক্তি।’

সমাবেশে আরও বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা কৃষক দলের সদস্য মো. রতন আলী, আলমডাঙ্গা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল ও পৌর যুবদলের সদস্যসচিব মো. সাইফুল আলম কনক। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তৈয়ব আলী।

আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ এবং সদস্যসচিব আল ইমরান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সদস্যসচিব ইদ্রিস আলী, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দার আলী, সাধারণ সম্পাদক সালাম ফারাজী, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমজেদ আলী, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ স্থানীয় কৃষক দল, বিএনপি, এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশ শেষে নেতারা কৃষক দলের কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।