ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফের সঙ্গে ট্রাক মালিক গ্রুপের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার রাত আটটায় শরীফুজ্জামান শরীফের ব্যক্তিগত অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নেতৃবৃন্দের ঐক্য ও আন্তরিকতা সংগঠনকে আরও শক্তিশালী করবে। আপনারা সবাই একসঙ্গে কাজ করলে সংগঠনের উন্নয়ন এবং ট্রাক মালিকদের স্বার্থ রক্ষা করা সহজ হবে। আমি আপনাদের পাশে থাকব এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেব।’

নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আরিফ সোহেন জোয়ার্দ্দার সোনা ও সাধারণ সম্পাদক মামুন উর-রশিদ টনিক। সাক্ষাৎকালে তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদকের দিকনির্দেশনা গ্রহণ করেন। এছাড়া সংগঠনের কার্যক্রমে সমন্বয় ও উন্নতির জন্য ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ।

এসময় জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি হাজী মো. আলমগীর কবির, সহসভাপতি হাজী মো. শরীফুল ইসলাম (টোকন), যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুল, ইব্রাহিম পাঠান, সাংগঠনিক সম্পাদক মো. আশাদুল হক, সড়ক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক কৌশিক আহমেদ জনি, কোষাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মিমেন, এবং নির্বাহী সদস্য মো. আব্দুল লতিফ, মো. মোকারম হোসেন, সেকেন্দার আলী বিশ্বাস, মো. সাঈদ কাইসার আজাদ, মো. তুহিন মিয়া ও মো. রফিকুল আসলামসহ জেলা বিএনপি এবং ট্রাক মালিক গ্রুপের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফের সঙ্গে ট্রাক মালিক গ্রুপের শুভেচ্ছা বিনিময়

আপলোড টাইম : ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার রাত আটটায় শরীফুজ্জামান শরীফের ব্যক্তিগত অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের নেতৃবৃন্দের ঐক্য ও আন্তরিকতা সংগঠনকে আরও শক্তিশালী করবে। আপনারা সবাই একসঙ্গে কাজ করলে সংগঠনের উন্নয়ন এবং ট্রাক মালিকদের স্বার্থ রক্ষা করা সহজ হবে। আমি আপনাদের পাশে থাকব এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেব।’

নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আরিফ সোহেন জোয়ার্দ্দার সোনা ও সাধারণ সম্পাদক মামুন উর-রশিদ টনিক। সাক্ষাৎকালে তারা সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদকের দিকনির্দেশনা গ্রহণ করেন। এছাড়া সংগঠনের কার্যক্রমে সমন্বয় ও উন্নতির জন্য ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ।

এসময় জেলা ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি হাজী মো. আলমগীর কবির, সহসভাপতি হাজী মো. শরীফুল ইসলাম (টোকন), যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আকুল, ইব্রাহিম পাঠান, সাংগঠনিক সম্পাদক মো. আশাদুল হক, সড়ক সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক কৌশিক আহমেদ জনি, কোষাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মিমেন, এবং নির্বাহী সদস্য মো. আব্দুল লতিফ, মো. মোকারম হোসেন, সেকেন্দার আলী বিশ্বাস, মো. সাঈদ কাইসার আজাদ, মো. তুহিন মিয়া ও মো. রফিকুল আসলামসহ জেলা বিএনপি এবং ট্রাক মালিক গ্রুপের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।