ইপেপার । আজ রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

জীবননগরে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সঙ্গে

সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

‘আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গার জীননগর উপজেলার উথলীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) পাবনার ঈশ্বরদীর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আখের সাথে ডাল, মসলা ও সবজি জাতীয় সাথী ফসল চাষের নতুন সম্ভাবনা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিজ্ঞানী ও চাষিরা।
বিএসআরআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের সোহেলের সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা ঈশ্বরদী বিএসআরআই-এর মহাপরিচালক ড. কবির উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান, বিএসআরআই-এর কীটতত্ত্ব বিভাগের প্রধান ড. আতাউর রহমান, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষিতত্ত্ব ও ফার্মিং সিস্টেম বিভাগের প্রধান ড. এ কে এম রাশেদুল ইসলাম, পাবনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. কে এম রেজাউল করিম, পাবনার বৈজ্ঞানিক কর্মকর্তা ও সরজমিন গবেষণা বিভাগের প্রধান মো. মনির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ৫ নম্বর ইউনিটের সিডিএ সাকী মাহমুদ, উথলী গ্রামের আখ চাষি আবজালুর রহমান ধীরু, শামীম হোসেন, রাশেদুল ইসলামসহ কেরু অ্যান্ড কোম্পানির কর্মকর্তা ও স্থানীয় আখ চাষিগণ।
অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞরা আখ চাষে সাথীফসল অন্তর্ভুক্ত করার মাধ্যমে লাভজনক কৃষি পদ্ধতি তুলে ধরেন। তারা বলেন, সাথীফসল চাষে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং কৃষকরা আয়ের নতুন উৎস পাবেন। অনুষ্ঠানে উপস্থিত প্রান্তিক চাষিরাও নতুন প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে কৃষি বিশেষজ্ঞরা আখের সাথে সাথীফসল চাষের বিভিন্ন দিক নিয়ে মাঠপর্যায়ে চাষিদের সাথে মতবিনিময় করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সঙ্গে

সাথী ফসল চাষাবাদ শীর্ষক মাঠ দিবস

আপলোড টাইম : ০৯:৩৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

‘আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গার জীননগর উপজেলার উথলীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) পাবনার ঈশ্বরদীর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আখের সাথে ডাল, মসলা ও সবজি জাতীয় সাথী ফসল চাষের নতুন সম্ভাবনা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিজ্ঞানী ও চাষিরা।
বিএসআরআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের সোহেলের সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পাবনা ঈশ্বরদী বিএসআরআই-এর মহাপরিচালক ড. কবির উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান, বিএসআরআই-এর কীটতত্ত্ব বিভাগের প্রধান ড. আতাউর রহমান, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষিতত্ত্ব ও ফার্মিং সিস্টেম বিভাগের প্রধান ড. এ কে এম রাশেদুল ইসলাম, পাবনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. কে এম রেজাউল করিম, পাবনার বৈজ্ঞানিক কর্মকর্তা ও সরজমিন গবেষণা বিভাগের প্রধান মো. মনির হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ৫ নম্বর ইউনিটের সিডিএ সাকী মাহমুদ, উথলী গ্রামের আখ চাষি আবজালুর রহমান ধীরু, শামীম হোসেন, রাশেদুল ইসলামসহ কেরু অ্যান্ড কোম্পানির কর্মকর্তা ও স্থানীয় আখ চাষিগণ।
অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞরা আখ চাষে সাথীফসল অন্তর্ভুক্ত করার মাধ্যমে লাভজনক কৃষি পদ্ধতি তুলে ধরেন। তারা বলেন, সাথীফসল চাষে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং কৃষকরা আয়ের নতুন উৎস পাবেন। অনুষ্ঠানে উপস্থিত প্রান্তিক চাষিরাও নতুন প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে কৃষি বিশেষজ্ঞরা আখের সাথে সাথীফসল চাষের বিভিন্ন দিক নিয়ে মাঠপর্যায়ে চাষিদের সাথে মতবিনিময় করেন।