শিরোনাম:
কেরুজ যশোর ওয়্যারহাউজ ইনচার্জ দাউদকে লিগ্যাল নোটিশ
সমীকরণ প্রতিবেদক:
- আপলোড টাইম : ০৯:৩৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৫৯ বার পড়া হয়েছে
কেরুজ যশোর বন্ডেড ওয়ারহাউজের ইনচার্জ দাউদ আলীকে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের অভিযোগ এনে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সাংবাদিক হারুন রাজু। হারুন রাজু নিয়োজিত চুয়াডাঙ্গা জজকোর্টের অ্যাডভোকেট মো. আফতাব উদ্দীন গতকাল মঙ্গলবার এ নোটিশ প্রেরণ করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, দাউদ আলীকে নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনগুলোর পর তিনি দৈনিক মাথাভাঙ্গার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজুর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ আনেন। এ অভিযোগ দর্শনা প্রেসক্লাবে লিখিত আকারে জমা দেন। এ প্রসঙ্গে লিগ্যাল নোটিশে বলা হয়েছে, মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচারের জন্য দাউদ আলীর বিরুদ্ধে কেন মামলা করা হবে না, তা লিখিতভাবে জানাতে হবে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে জবাব না পেলে তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আদালতে মামলা করা হবে।
ট্যাগ :