শিরোনাম:
চুয়াডাঙ্গায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন
সমীকরণ প্রতিবেদক:
- আপলোড টাইম : ০৮:৪৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলার নতুন স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সকাল সাড়ে ৮টায় এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন।
ট্যাগ :