ইপেপার । আজ বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দামুড়হুদায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

দামুড়হুদা উপজেলার সুবুলপুরে স্কুলপড়ুয়া নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা তাসলিমা খাতুন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। দামুড়হুদা থানার মামলা নম্বর ১০, তারিখ-১৯/০১/২০২৫; জিআর নম্বর ১০/২৫; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)। মামলার পর গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর ২২ ধারায় জবানবন্দি নেয়া হয়। বিজ্ঞ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী নাজনীন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩) এর ২২ ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করেন।

উল্লেখ্য, সুবলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে প্রায় দুই বছর খানেক আগে রায়সার বিলে ঘুরতে গিয়ে বাগাডাঙ্গা গ্রামের ওম্বর আলীর ছেলে মারুফের সাথে পরিচয় হয়। এসময় মোবাইলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরই মধ্যে গত শনিবার রাত সাড়ে আটটার দিকে মারুফ ও তার দুই বন্ধুকে সাথে নিয়ে ভুক্তভোগীর বাড়ির পিছনের একটি মেহগনি বাগানে ডেকে নিয়ে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযুক্ত ফরজ আলীর ছেলে গোলাম ও রবিউল ইসলামের ছেলে ইয়াকুব আলী। এদিকে, ওই শিক্ষার্থী রাতে তার বাড়িতে ফিরতে দেরির কারণ জানতে চাপ দিলে কাঁদতে কাঁদতে তাকে ধর্ষণের বিষয়টি জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা তাসলিমা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন ৯ এর ১/৩০ ধারায় মামলা দায়ের করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

আপলোড টাইম : ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

দামুড়হুদা উপজেলার সুবুলপুরে স্কুলপড়ুয়া নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা তাসলিমা খাতুন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। দামুড়হুদা থানার মামলা নম্বর ১০, তারিখ-১৯/০১/২০২৫; জিআর নম্বর ১০/২৫; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)। মামলার পর গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর ২২ ধারায় জবানবন্দি নেয়া হয়। বিজ্ঞ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী নাজনীন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩) এর ২২ ধারা মোতাবেক জবানবন্দি রেকর্ড করেন।

উল্লেখ্য, সুবলপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে প্রায় দুই বছর খানেক আগে রায়সার বিলে ঘুরতে গিয়ে বাগাডাঙ্গা গ্রামের ওম্বর আলীর ছেলে মারুফের সাথে পরিচয় হয়। এসময় মোবাইলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরই মধ্যে গত শনিবার রাত সাড়ে আটটার দিকে মারুফ ও তার দুই বন্ধুকে সাথে নিয়ে ভুক্তভোগীর বাড়ির পিছনের একটি মেহগনি বাগানে ডেকে নিয়ে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। অভিযুক্ত ফরজ আলীর ছেলে গোলাম ও রবিউল ইসলামের ছেলে ইয়াকুব আলী। এদিকে, ওই শিক্ষার্থী রাতে তার বাড়িতে ফিরতে দেরির কারণ জানতে চাপ দিলে কাঁদতে কাঁদতে তাকে ধর্ষণের বিষয়টি জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা তাসলিমা খাতুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইন ৯ এর ১/৩০ ধারায় মামলা দায়ের করেন।