চুয়াডাঙ্গায় জামায়াতের এক লাখ হ্যান্ডবিল বিতরণ
- আপলোড টাইম : ০৮:৪৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জামায়াতের জেলা মাসিক কর্মপরিষদ সভায় জামায়াতের জেলা আমির রুহুল আমিন কর্মী সম্মেলনে অংশগ্রহণকারী সকল কর্মীর সুশৃঙ্খলতা ও প্রভাবশালী র্যালির প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘কর্মীরা সকাল থেকে সম্মেলনের শেষ পর্যন্ত যেভাবে উপস্থিত ছিলেন, তা এক অসাধারণ ঘটনা।’ এছাড়া কম সময়ের মধ্যে এক লাখ হ্যান্ডবিল বিতরণে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
এছাড়া চুয়াডাঙ্গা জেলাজুড়ে মোটরসাইকেল র্যালি ছিল চোখে পড়ার মতো। আলমডাঙ্গার র্যালি সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলেছে। জামায়াত আমির আরও বলেন, ‘সাংবাদিকরা যেহেতু দেরিতে আসেন, তাই তাদের পরিচিতি কার্ড আগেই সরবরাহ করা উচিত ছিল। এ জন্য প্রচার বিভাগে জনবল বৃদ্ধি করার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করেন।
গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জামায়াতের জেলা কার্যালয়ে জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামানের সঞ্চালনায় মাসিক কর্মপরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল ও আব্দুল কাদের, কর্মপরিষদ সদস্য মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা জিয়াউল হক, মাওলানা মহিউদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, নূর মোহাম্মদ হোসাইন টিপু, দারুস সালাম, আলতাফ হোসাইন, অধ্যাপক খলিলুর রহমান, মাহফুজুর রহমান, কাইমুদ্দিন হিরকসহ থানা আমির ও সেক্রেটারিবৃন্দ।