জীবননগরে জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ৫
- আপলোড টাইম : ০৮:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার পুরন্দরপুর গ্রামে জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে গ্রামের দক্ষিণপাড়া মাঠে এ ঘটনা ঘটে। পরে আহতদের মধ্যে ৩ জনের জখম গুরুতর হওয়ায় তাদের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, সংঘর্ষের পর প্রতিপক্ষরা আহত কৃষক আলম মন্ডলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। উভয়পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।
উপজেলার হাসাদাহ ইউনিয়নের আলম মন্ডল জানান, তার দীর্ঘদিনের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তার গ্রামের প্রতিপক্ষ আবেদ আলীর ছেলে মশিউর রহমান এবং তার ভাইরা রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে ৬ বিঘা জমি দখল করে। এই ঘটনায় তারা তাকে নানা উপায়ে নির্যাতন করেছে। গতকাল সকাল ৯টায় দক্ষিণ মাঠে আরও এক বিঘা জমি দখল করতে গেলে, মশিউর, তার ভাই হানিফ, মান্নান, রুহল আমিন, মান্নানের ছেলে মাসুম, মশিউরের ছেলে নাহিদ, নাসিম এবং আজগর আলীর ছেলে লিয়াকত তাদের ওপর হামলা চালায়। আলম মন্ডল এবং তার ছেলে মারুফ হোসেন (১৮) মারাত্মকভাবে আহত হন। আকুব্বর, তার ছেলে সিদরাতুল মুন্তাজ এবং জালাল উদ্দিনও হামলার শিকার হন। জালালের অবস্থা গুরুতর ছিল। পরে তারা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন।
হাসাদহ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার মঈনুল হোসেন বলেন, ঘটনা জমি-বিরোধ নিয়ে সংঘটিত হয়েছে এবং উভয়পক্ষ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।