চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়, মানববন্ধন ও মিছিল
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফলাফল ও কোটা বাতিলের দাবি
- আপলোড টাইম : ০৬:৫৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ছাত্র-জনতার মতবিনিময় সভা, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় শহীদ মিনারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন ও সদস্যসচিব সাফ্ফাতুল ইসলামের নেতৃত্বে সসরকারি কলেজের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব রেজাউল বাসার প্লাবন, মুখপাত্র তামান্না খাতুন ও সদস্য ফাহিম উদ্দিন মভিন।
বিক্ষোভ ও মানববন্ধনে বক্তারা মেডিকেলে কোটা বৈষম্যের প্রতিবাদ জানান। এছাড়াও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষক পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মানববন্ধনে আসলাম হোসেন বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য ও কোটা পদ্ধতির অপব্যবহার শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করছে। আমরা এর বিরুদ্ধে একযোগে আন্দোলন চালিয়ে যাব।’ সাফ্ফাতুল ইসলাম বলেন, ‘যে কোটা আন্দোলন থেকে আমাদের আন্দোলনের সূত্রপাত আমরা দেখছি, এখনো সেই কোটা বৈষম্য রয়ে গেছে। মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে কোটার নামে মেধাবী শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হয়েছে। আমরা এই বৈষম্যমূলক ফলাফল বাতিলের দাবি জানাই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারা দেশের ছাত্র-জনতার ন্যায় চুয়াডাঙ্গাতেও আমাদের আন্দোলন চলবে।’
বিক্ষোভ ও মানববন্ধন শেষে সরকারি কলেজ গেট থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কবরী রোডের মুখে গিয়ে শেষ হয়। এসকল কর্মসূচিতে আনজুম হাবিবা, আকাশ, মুশফিক, সুমন, নাহিদ, রাফি, রাকিব, মাসুম, জাকারিয়া, সৈকত, মুস্তাফিজুর, তামিম, মাহমুদা, তিসা, শ্রাবণ, সুপ্তি, সাদিয়া, সেহা, নেহা, কথা, রোজা, সোহা, উসা, আইভাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা শাখার বিভিন্ন নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।