ইপেপার । আজ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় নগদ টাকাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৬:৫১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরে ছিনতাইয়ের ঘটনায় আব্দুস সামাদ মল্লিক (৪৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ছিনতাইকৃত টাকার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটায় চুয়াডাঙ্গা সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাশ।
সংবাদ সম্মেলনে কনক কুমার দাশ বলেন, ‘রোববার (১৯ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সদর থানাধীন ঈদগাহপাড়ার ব্যুরো বাংলাদেশ এনজিও থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করেন ভুক্তভোগী আরিফা খাতুন। এরপর তার শাশুড়ী রুশিয়া খাতুনের সঙ্গে টাকাসহ ভ্যানিটি ব্যাগ নিয়ে বড় বাজার থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। পথে আদর্শ স্কুলের সামনে গতিরোধকে পৌঁছালে ইজিবাইকচালক গতি কমালে একটি মোটরসাইকেলে দুজন ছিনতাইকারী তাদের পাশে চলে আসে এবং রুশিয়া খাতুনের হাতে থাকা টাকার ব্যাগটি কেঁড়ে নেয়ার চেষ্টা করে। এসময় রুশিয়া খাতুন রাস্তার ওপর পড়ে গেলে ছিনতাইকারীদের একজন তাকে কিল, ঘুষি মেরে আহত করেন এবং টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গতকাল সোমবার সকালে ভুক্তভোগী আরিফা খাতুন ও রুশিয়া খাতুনের পক্ষে সদর থানায় অজ্ঞাত দুই আসামির বিরুদ্ধে মামলা করা হয়। চুয়াডাঙ্গা সদর থানায় এফআইআর নম্বর ১৬, তারিখ-২০/০১/২০২৫ খ্রি., ধারা-৩৯৪ পেনাল কোডে মামলাটি রুজু করে পুলিশ তদন্ত শুরু করে।
এদিকে, ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে সদর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানের নির্দেশনায় এসআই মহাদেব বাছাড় ও তার টিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত আব্দুস সামাদ মল্লিককে (৪৫) নিশ্চিত শনাক্ত করে। অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে জাফরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত চাঁদ আলী মল্লিকের ছেলে। গ্রেপ্তারের পর আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এসময় তার নিকট থেকে ছিনতাই করা ৫৭ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা উদ্ধার হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার পর জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিক নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে তদন্ত শুরু করা হয়। আমরা ছিনতাইকৃত টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছি। মামলার তদন্তের স্বার্থে পলাতক অন্য আসামির নাম গোপন থাকবে। পলাতককে গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় নগদ টাকাসহ ছিনতাইকারী গ্রেপ্তার

আপলোড টাইম : ০৬:৫১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা শহরে ছিনতাইয়ের ঘটনায় আব্দুস সামাদ মল্লিক (৪৫) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ছিনতাইকৃত টাকার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটায় চুয়াডাঙ্গা সদর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাশ।
সংবাদ সম্মেলনে কনক কুমার দাশ বলেন, ‘রোববার (১৯ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সদর থানাধীন ঈদগাহপাড়ার ব্যুরো বাংলাদেশ এনজিও থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করেন ভুক্তভোগী আরিফা খাতুন। এরপর তার শাশুড়ী রুশিয়া খাতুনের সঙ্গে টাকাসহ ভ্যানিটি ব্যাগ নিয়ে বড় বাজার থেকে ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। পথে আদর্শ স্কুলের সামনে গতিরোধকে পৌঁছালে ইজিবাইকচালক গতি কমালে একটি মোটরসাইকেলে দুজন ছিনতাইকারী তাদের পাশে চলে আসে এবং রুশিয়া খাতুনের হাতে থাকা টাকার ব্যাগটি কেঁড়ে নেয়ার চেষ্টা করে। এসময় রুশিয়া খাতুন রাস্তার ওপর পড়ে গেলে ছিনতাইকারীদের একজন তাকে কিল, ঘুষি মেরে আহত করেন এবং টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় গতকাল সোমবার সকালে ভুক্তভোগী আরিফা খাতুন ও রুশিয়া খাতুনের পক্ষে সদর থানায় অজ্ঞাত দুই আসামির বিরুদ্ধে মামলা করা হয়। চুয়াডাঙ্গা সদর থানায় এফআইআর নম্বর ১৬, তারিখ-২০/০১/২০২৫ খ্রি., ধারা-৩৯৪ পেনাল কোডে মামলাটি রুজু করে পুলিশ তদন্ত শুরু করে।
এদিকে, ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে সদর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানের নির্দেশনায় এসআই মহাদেব বাছাড় ও তার টিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত আব্দুস সামাদ মল্লিককে (৪৫) নিশ্চিত শনাক্ত করে। অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় গতকাল সোমবার ভোরে অভিযান চালিয়ে জাফরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত চাঁদ আলী মল্লিকের ছেলে। গ্রেপ্তারের পর আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এসময় তার নিকট থেকে ছিনতাই করা ৫৭ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকা উদ্ধার হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার পর জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিক নির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে তদন্ত শুরু করা হয়। আমরা ছিনতাইকৃত টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছি। মামলার তদন্তের স্বার্থে পলাতক অন্য আসামির নাম গোপন থাকবে। পলাতককে গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।